কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি গ্রেগরি করোনাভাইরাসে আক্রান্ত
১৩ মার্চ ২০২০ ০৮:৫৬ | আপডেট: ১৩ মার্চ ২০২০ ১০:৫৭
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণের আশঙ্কায় সেলফ-আইসোলেশন বা নিজে থেকেই আইসোলেশনে ছিলেন তিনি। তার সঙ্গে আইসোলেশনে ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজেও। খবর নিউইয়র্ক টাইমস।
তবে প্রধানমন্ত্রী ট্রুডোর শরীরের করোনাভাইরাসের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। তিনি সুস্থ আছেন। কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) প্রধানমন্ত্রীর দফতর থেকে এসব তথ্য জানানো হয়।
বুধবার (১১ মার্চ) যুক্তরাজ্যে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার পর ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর মধ্যে সামান্য অসুস্থতার লক্ষণ দেখা গিয়েছিল। এরপর থেকেই মূলত ট্রুডো ও তার স্ত্রী আইসোলেশনে চলে যান। পরে বৃহস্পতিবার রাতে ৪৪ বছর বয়েসি সোফি গ্রেগরির শরীরের করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় এ পর্যন্ত ১০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসের আক্রমণে একজনের মৃত্যুও হয়েছে। কানাডা সরকার বলছে, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে যা কিছু করণীয়, সবই করবেন তারা।