Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: ভারতে একজনের মৃত্যু


১৩ মার্চ ২০২০ ০২:৩৪ | আপডেট: ১৩ মার্চ ২০২০ ০৯:৪৫

ভারতের কর্ণাটক রাজ্যের উত্তরাঞ্চলীয় জেলা কালাবুরাগিতে করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ওই ৭৬ বছর বয়সী পুরুষের মৃত্যু হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) স্থানীয় সময় মধ্যরাতের পর এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী বি. শ্রীরামুলু। খবর এনডিটিভি।

এর আগে, এক মাস সৌদি আরবে অবস্থান করার পর ফেব্রুয়ারির ২৯ তারিখ তিনি দেশে ফিরেছিলেন। দেশে ফেরার সময় হায়দারাবাদ বিমানবন্দরে তার স্ক্রিনিং হয়েছিল কিন্তু সে সময় করোনাভাইরাস আক্রান্তের কোনো লক্ষণ প্রকাশ পায়নি।

বিজ্ঞাপন

এদিকে স্বাস্থ্যমন্ত্রী বি. শ্রীরামুলু এক টুইটার বার্তায় জানিয়েছেন, মৃত ওই ব্যক্তি কোভিড-১৯ রোগে ভুগছিলেন। এখন তার সংস্পর্শে আসা লোকজনের ব্যাপারে অনুসন্ধান চালিয়ে তাদেরকে কোয়ারেনটাইনে রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মার্চের ৫ তারিখ ওই ব্যক্তি হাঁপানি ও উচ্চরক্তচাপ নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তার লক্ষণ দেখে সন্দেহজনক মনে হওয়ায় করোনাভাইরাস পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পরীক্ষার ফলাফল জানার আগেই ওই রোগীর স্বজনরা তাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর তাকে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তির ব্যাপারে চাপ দেয় স্বাস্থ্য সংশ্লিষ্ঠরা। মঙ্গলবার (১০ মার্চ) হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ ভারত মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর