Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরান ঢাকায় নতুন দিনের সূচনা করতে পেরেছি: সাঈদ খোকন


১২ মার্চ ২০২০ ২২:৫০

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, পুরান ঢাকায় নুতন দিনের সূচনা করতে পেরেছি। পুরান ঢাকা এখন বদলে যাওয়া নগরী।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে লালবাগের রসুলবাগ শিশু পার্ক ও মাঠ উদ্বোধন শেষে সাঈদ খোকন এ সব কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, ‘আমি জানপ্রাণ দিয়ে নগরবাসীর জন্য পার্ক, খেলার মাঠ, রাস্তাঘাট, সড়কবাতি উন্নয়নে কাজ করেছি। এগুলোর প্রমাণ এসব কাজের মধ্যেই রয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের নতুন নির্বাচিত মেয়রও (ফজলে নূর তাপস) অতি চমৎকার মানুষ। আধুনিক ও উদ্যমী মানুষ। উনি পুরান ঢাকাকে আরও এগিয়ে নেবেন এটিই আমাদের প্রত্যাশা।’

এ সময় নবসজ্জিত এই পার্ক ও খেলার মাঠকে দেখে রাখার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘বেহাল হয়ে থাকা এবং নানা অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হওয়া এসব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করতে প্রভাবশালী মহল, আদালত বিভিন্নস্থানে নানাভাবে লড়াই করতে হয়েছে।’

এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি পুরান ঢাকা মেয়র সাঈদ খোকন সাঈদ খোকন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর