Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৪ দেশের ভিসা বন্ধ করেছে বাংলাদেশ’


১২ মার্চ ২০২০ ২০:১৫ | আপডেট: ১৩ মার্চ ২০২০ ০২:৩৫

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, চীন, ইরান, দক্ষিণ কোরিয়া ও ইতালির ভিসা বন্ধ করেছে বাংলাদেশ। আমরা পর্যবেক্ষণ করছি।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত সৌদি, কাতার, আমিরাত, কুয়েত ও ইরাকের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানান। বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ ও মন্ত্রণালয়ের সচিব এবং বিমান ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অনেক কর্মী কাজ করেন। অধিকাংশ প্রবাসী এরই মধ্যে ছুটিতে দেশে ফিরে এসেছেন, অনেকে ছুটি শেষ হয়ে গেছে ফিরে যাবে। ফিরে যাওয়া নিয়ে অনেক রকম ভুল তথ্য ছড়ানো হচ্ছে। করোনা সনদ লাগবে, ভিসার মেয়াদ বাড়বে না- এই রকম বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।’

‘পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই আবার ফিরে যেতে পারবেন। এর মধ্যে কারও যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে ওই দেশগুলো প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াবেন।’- যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

আর এখনও যারা বিদেশে আছেন তাদের উদ্দেশে ড. আবদুল মোমনে বলেন, ‘যারা যে দেশে আছেন, সে দেশেই থাকুন। সে দেশের আইন-কানুন মানুন। কোনো কিছুর দরকার হলে দূতাবাসে যোগাযোগ করুন।’

এদিকে বৈঠক শেষ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘আমরা ভারতের সঙ্গে সব যোগাযোগ আপাতত বন্ধ রেখেছি।’

চার দেশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ভিসা বন্ধ