হাত ধোয়ার পর শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে সিভাসু
১২ মার্চ ২০২০ ১৯:৪০ | আপডেট: ১২ মার্চ ২০২০ ১৯:৪৫
চট্টগ্রাম ব্যুরো: স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার পর শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস ইউনিভার্সিটি (সিভাসু) কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় শিক্ষার্থীদের সবসময় পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে বিশ্ববিদ্যালয়টি এই পদক্ষেপ নিয়েছে। একইসঙ্গে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশও সীমিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘হ্যান্ড স্যানিটাইজার’ দিয়ে শিক্ষার্থীসহ কয়েকজনের হাত ধুয়ে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি সকল শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশের আগে স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার অনুরোধ জানান।
কর্মসূচি উদ্বোধনের সময় ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন জান্নাতারা খাতুন, ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক শারমীন চেীধুরী, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) মোহাম্মদ আলমগীর হোসেন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল-এর পরিচালক কবিরুল ইসলাম খান, প্রক্টর গৌতম কুমার দেবনাথ, এম এ হান্নান হলের প্রভোস্ট বিবেকচন্দ্র সূত্রধর ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট নাসিমা আক্তার উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক খলিলুর রহমান সারাবাংলাকে জানিয়েছেন, করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশপথ, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, লাইব্রেরি, ল্যাবরেটরি, আবাসিক হলসহ গুরুত্বপূর্ণ স্থানে ‘হ্যান্ড স্যানিটাইজার-এর ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের সচেতন করতে নিয়মিত বিফ্রিং এবং লিফলেট বিতরণ করা হবে। এছাড়া সাময়িকভাবে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।