Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুব তাড়াতাড়ি এক্সপ্রেসওয়ে হয়ে টুঙ্গিপাড়া যাব: প্রধানমন্ত্রী


১২ মার্চ ২০২০ ১৯:২৭ | আপডেট: ১২ মার্চ ২০২০ ২০:০৫

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুব তাড়াতাড়ি আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে গোলাপগঞ্জের টুঙ্গিপাড়ায় যাব। এ মাসেই যাওয়ার ইচ্ছা আছে। আর এটি আমার জন্য বড় পাওয়া।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-খুলনা (এন-৮) মহাসড়কের যাত্রাবাড়ী-মাওয়া এবং পাঁচ্চর-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

একইসঙ্গে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় নির্মিত ২৫টি সেতু ও তৃতীয় কর্ণফুলী সেতু (শাহ আমানত সেতু) নির্মাণ প্রকল্পের আওতায় ৬-লেন বিশিষ্ট অ্যাপ্রোচ সড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

দেশের প্রথম এক্সপ্রেসওয়ের উদ্বোধন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, ‘এই ধরনের এক্সপ্রেসওয়ে; এই ধরনের রাস্তা আমাদের দেশে আজ পর্যন্ত হয়নি। যেখানে কোনো ট্রাফিক ক্রসিং থাকবে না। একটানা গাড়ি চালিয়ে যেতে পারবে। আবার আশপাশের এলাকার মানুষের জন্য আমরা পাশে রাস্তাও করে দিয়েছি। যেখানে হাইওয়েতে আর কাউকে আসতে হবে না। তারা এ দুই পাশে যে রাস্তা সেখান থেকে স্থানীয়রা যাতায়াত করতে পারবেন। ধীরগতি সম্পন্ন যানবাহন সেগুলোও চলতে পারবে। সেই ধরনের একটি রাস্তা, অত্যন্ত চ্যালেঞ্জিং রাস্তা নির্মাণ করা হয়েছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা দক্ষিণাঞ্চলের মানুষ। আমরা ছিলাম সব থেকে অবহেলিত। এই ভাঙ্গা পর্যন্ত যেতে হলে একসময় স্টিমার বা লঞ্চে যেতে হতো। আর গোপালগঞ্জ যেতে গেলে ২৪ ঘণ্টা লাগত স্টিমারে যেতে। লঞ্চ হলে আরও বেশি সময় লাগত। এমনকি ১৯৮১ সালে যখন ফিরে আসি, তখনও এ অবস্থা ছিল।’

বিজ্ঞাপন

উদ্বোধন ঘোষণা শেষে প্রধানমন্ত্রী বরিশাল, কুষ্টিয়া, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সিং’য়ে সংযুক্ত হয়ে মতবিনিময় করেন। প্রকল্পগুলোর উদ্বোধন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সেনাপ্রধান আজিজ আহমেদ বক্তব্য দেন।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম প্রকল্প বিষয়ে তথ্য চিত্র তুলে ধরে একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনসহ অনেকে।

অ্যাপ্রোচ সড়ক এক্সপ্রেসওয়ে গোপালগঞ্জ টপ নিউজ পদ্মাসেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর