Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাপার কোনো নেতা দুইয়ের অধিক পদে থাকবে না’


১২ মার্চ ২০২০ ১৮:৫৩

ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, জাতীয় পার্টির কোনো নেতা দুইয়ের অধিক পদে থাকবেন না। তবে প্রয়োজনে পার্টির চেয়ারম্যান কাউকে অতিরিক্ত দায়িত্ব দিতে পারবেন।

বৃস্পতিবার (১২ মার্চ) জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য, কো-চেয়ারম্যান ও সংসদ সদস্যদের সঙ্গে যৌথসভা শেষে রাঙ্গাঁ সাংবাদিকদের এ তথ্য জানান।

মশিউর রহমান রাঙ্গাঁ বলেন, ‘২০ মার্চ হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে সারাদেশের দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুবিধা মতো সময়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে জাপা। তবে করোনাভাইরাস সংক্রমণের কারণে এখনই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।’

জাতীয় পার্টি চেয়ারম্যান দলের চিকিৎসক ও নেতা-কর্মীদের সঙ্গে একটি বৈঠক করেছেন। জাপার পক্ষ থেকে সরকারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান মসিউর রহমান রাঙ্গাঁ। তিনি বলেন, ‘৫টি উপনির্বাচনে জাতীয় পার্টি অংশ নিচ্ছে। নির্বাচন পরিচালনার জন্য ৫টি কমিটি করে দেওয়া হয়েছে। তারা নির্বাচন পরিচালনার পাশাপাশি সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে।’

রাঙ্গাঁ জানান, জাপা সব নির্বাচনেই অংশ নেবে ও অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আশা করছে। আগামীতে তিনশ’ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। এজন্য স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ ইউনিট কমিটি বাদ দিয়ে নতুন করে সম্মেলনের মাধ্যমে আরও শক্তিশালী করা হবে। কেন্দ্রীয় কমিটি থেকে যারা বাদ পড়েছেন, তাদের পার্টিতে অন্তর্ভুক্ত করতেই দুইয়ের অধিক কোনো কমিটিতে থাকতে পারবেন না কেউ।

বিজ্ঞাপন

এর আগে বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে যৌথসভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টি মশিউর রহমান রাঙ্গাঁ মহাসচিব

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর