পুঁজিবাজারে আবারও বড় দরপতন
১২ মার্চ ২০২০ ১৮:১৫
ঢাকা: দুদিন বিরতির পর পুঁজিবাজারে আবারও বড় দরপতন হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১০০ পয়েন্টেরও বেশি। একই অবস্থা অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।
এদিকে গত ৮ মার্চ রোববার বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত তিন রোগীর সন্ধান পাওয়ার পরদিন ৯ মার্চ পুঁজিবাজারে সূচকের রেকর্ড পরিমাণ দরপতন হয়। গত সোমবার ডিএসইর প্রধান সূচক ২৭৯ পয়েন্ট কমে যায়। ওইদিনের পর গত দুইদিন পুঁজিবাজার ঊর্ধ্বমুখী থাকায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছিল। কিন্তু বৃহস্পতিবার আবারও বড় দরপতন হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
এদিকে বৃহস্পতিবার ডিএসইতে ৩৫১টি কোম্পানির ১৫ কোটি ৮৯ লাখ ৯১ হাজার ২৯৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৩৬টির, কমেছে ২৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম। এদিন ডিএসই‘র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০১ পয়েন্ট কমে ৪ হাজার ১২৯ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসই শরিয়া সূচক ২১ পয়েন্ট কমে ৯৫৭ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৩২ পয়েন্ট কমে ১ হাজার ৩৮১ পয়েন্টে নেমে আসে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪০৯ কোটি ৪২ লাখ টাকা।
অন্যদিকে এদিন চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৩৩টি কোম্পানির ৬৯ লাখ ৭৬ হাজার ৫২৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৩৮টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ১১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৩৫ পয়েন্ট কমে ১২ হাজার ৬৪৩ পয়েন্ট নেমে আসে।