জবি ছাত্রীকে যৌন হয়রানি: কারাগারে ফল ব্যবসয়ী
১২ মার্চ ২০২০ ১৭:১৬ | আপডেট: ১২ মার্চ ২০২০ ১৭:১৭
ঢাকা: সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই বখাটের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থীর যৌন হয়রানির ঘটনার মামলায় ফল ব্যবসায়ী আনোয়ার ওরফে আনারের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ মার্চ) তিন দিনের রিমান্ড চলাকালের দ্বিতীয় দিনের মাথায় আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই শাহাদাত হোসেন তাকে আজ আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এরপর ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে আসামিকে হাজির করা হয়। সেখানে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত (৯ মার্চ) ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আসামির তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছিলেন। আনোয়ার কোতোয়ালি থানার ২১ নম্বর আহসান উল্লাহ রোডের মৃত সালাহউদ্দিনের ছেলে।
গত ৮ মার্চ রাত পৌনে ৮টায় কোতোয়ালি থানার নবাববাড়ি এলাকা থেকে আনোয়ারকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পুরান ঢাকার কলতাবাজার এলাকা থেকে পায়ে হেঁটে ক্যাম্পাসে যাচ্ছিলেন ওই জবি শিক্ষার্থী। পথে জনসন রোডের খান প্লাজার সামনের মোড়ে হেলমেটবিহীন অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী ওই শিক্ষার্থীর পিছু নেয়। এ সময় সাইফুল চা স্টোর নামে একটি দোকানের সামনে মোটরসাইকেল থামিয়ে চালক মেয়েটির শরীরে হাত দেয় এবং মোটরসাইকেলের আরোহী তাকে গালিগালাজ করে। পরে তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে ভিক্টোরিয়া পার্কের দিকে চলে যায়। পরে ওই শিক্ষার্থী ঘটনাস্থলের পাশে থাকা সিসিটিভির ফুটেজ উদ্ধার করে সহপাঠীদের নিয়ে প্রক্টর ও থানায় তা জমা দেন।