Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণফোরামের সভাপতি ড. কামাল, সম্পাদক রেজা কিবরিয়া


১২ মার্চ ২০২০ ১৬:১৯

ঢাকা: ড. কামাল হোসেনকে সভাপতি ও রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে গণফোরামের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নব-গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- মোকাব্বির খান, আওম শফিক উল্লাহ, আব্দুল আজিজ, মহসিন রশীদ, এএইচএম খালেকুজ্জামান, শান্তিপদ ঘোষ, জানে আলম, সগির আনোয়ার, সুরাইয়া বেগম, সেলিম আকবর, মোশতাক আহমেদ, ড. মাহবুব হোসেন, ড. শাহজাহান, আবদুর রহমান জাহাঙ্গীর, মেসবাহউদ্দীন আহমেদ, ডা. মিজানুর রহমান, এনামুল হক (যুক্তরাজ্য), ফরিদা ইয়াছমীন, মুজিবুল হক, মীর্জা হাসান, আইয়ুব করম আলী, হিরণ কুমার দাস মিঠু, আনসার খান, মো. ইসমাইল, এম শফিউর রহমান খান বাচ্চু, রবিউল ইসলাম তরফদার রবিন, আবুল কালাম আজাদ ছোটন, রতন ব্যানার্জী, আবুল হোসেন জীবন, হারুনুর রশিদ তালুকদার, এসএম শাফি মাহমুদ, লিংকন চৌধুরী, আমজাদ হোসেন চৌধুরী।

বিজ্ঞাপন

ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন চুন্ন, আমিরুল ইসলাম, ডা. ইকরাম মো. ইসহাক, প্রিন্সিপাল আবদুল আজিজ, মোশারফ হোসেন তালুকদার, মিজানুর রহমান, ডা. খলিলুর রহমান, আনোয়ার হোসেন মহব্বত খান, নীলিমা বড়ুয়া, বাবুল কান্তি মজুমদার, মোহাম্মদ আলী লাল, ডা. জাহাঙ্গীর আলম, আব্দুর রশিদ মাখন, মহিউদ্দিন মাস্টার, মোমেনা আহমেদ মুমু, গীতা সেন, সাগরিকা ভদ্র, মামুনুর রহমান, ময়নুল ইসলাম রাজা, মতিয়ার রহমান খান, আজিজুর রহমান মজনু, রোজিনা চৌধুরী, নিলুফার ইয়াছমিন, শাপলা সায়ফুল আলম, দুলাল আব্দুল ওয়াহাব, মো. জাহাঙ্গীর হাসান, মো. আবু কায়ছার, সিএ আলী নূর খান বাবুল, মাহফুজ আকরাম, মো. লিয়াকত আলী, চৌধুরী আব্দুল হাকিম, মিয়া শাহ মো. নুরুজ্জামান, তওফিকুল ইসলাম পলাশ, শরিফুল ইসলাম সজল ও মো. জহিরুল ইসলাম।

বিজ্ঞাপন

এর আগে ২ মার্চ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গণফোরাম থেকে চারজনকে বহিষ্কার করা হয়। এরা হলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকট হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান এবং প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুল হাছিব চৌধুরী।

ওই সময় সংগঠন থেকে জানানো হয়, ক্রমাগতভাবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশর জবাব না দিয়ে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও উচ্ছৃঙ্খল আচার-আচরণ অব্যাহত রাখে। তাই সংগঠনের বৃহত্তর স্বার্থে গণফোরামের প্রাথমিক সদস্যপদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হলো।

তবে গণফোরামের মহানগর জেলা উপজেলা/থানা পৌরসভায় ইউনিয়নগুলো আগের মতো বহাল থাকবে। কেন্দ্রীয় কমিটি গঠনতান্ত্রিক সব ক্ষমতা প্রয়োগ করবে।

আহ্বায়ক কমিটি গণফোরাম ড. কামাল হোসেন রেজা কিবরিয়া সভাপতি সম্পাদক

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর