Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি রহিম উদ্দিন ভরসার জানাজা সম্পন্ন


১২ মার্চ ২০২০ ১৫:৫৬

ঢাকা: রংপুরের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি রহিম উদ্দিন ভরসার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। শুক্রবার (১৩ মার্চ) রংপুরের হারাগাছ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য রহিম উদ্দিন ভরসা বুধবার (১১ মার্চ) রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তার মরদেহ সকালে সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় নেওয়া হয়। জানাজার পূর্বে বিএনপি ও পরিবারের পক্ষ থেকে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়।

জানাজা শেষে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদের বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ রংপুরে পাঠানো হয়েছে।

শিল্পপতি রহিম উদ্দিন ভরসা রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ছোটবেলা থেকেই ব্যবসার সঙ্গে জড়িত হন এবং ভরসা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানটি গড়ে তোলেন।

রহিম উদ্দিন ভরসা ১৯৭৯ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর একাধিকবার দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজয়ী হতে পারেননি।

জানাজা রহিম উদ্দিন ভরসা

বিজ্ঞাপন

১২ ডেপুটি জেলারের বদলি
২২ জানুয়ারি ২০২৫ ১৯:২৪

আরো

সম্পর্কিত খবর