Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগে থেকেই প্রস্তুতি নেওয়ায় দেশ সংক্রমিত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী


১২ মার্চ ২০২০ ১৫:২৪ | আপডেট: ১২ মার্চ ২০২০ ১৭:৩৬

ঢাকা: করোনাভাইরাস নিয়ে বড় বড় দেশগুলো সমস্যার মুখে পড়েছেন। সেখানে আগে থেকেই প্রস্তুতি নেওয়ায় বাংলাদেশ সংক্রমিত হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘করোনা ভাইরাস ও হাম-রুবেলা টিকা প্রদান’ সংক্রান্ত বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগী ভালো আছেন। বিশ্বের বড় বড় দেশ করোনাভাইরাস নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন। দুইমাস আগে থেকে আমরা প্রস্তুতি নিয়েছি ফলে দেশে বড় আকারে সংক্রমিত হয়নি। আমরা দেশের সকলের সহযোগিতা চাই। সকলের সম্মিলিত সহযোগিতায় এ দূর্যোগ থেকে আমরা সোনার বাংলাকে বাঁচাতে পারব। এ রোগ প্রতিরোধে কি কি করা প্রয়োজন তা আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি। এ জন্য জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ে আমরা কমিটি গঠন করেছি।

মন্ত্রী বলেন, প্রয়োজন ছাড়া প্রবাসীদের এই মুহূর্তে দেশে আসার প্রয়োজন নেই। কেউ আসলে তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যিনি বিদেশ থেকে আসছেন, জনগণ তাকে চিহ্নিত করছেন। এরপর তাকে নিজ বাড়িতেই কোয়ারেন্টাইন করে রাখা হচ্ছে। এখন পর্যন্ত তিন জন আক্রান্ত। নতুন কোনো রোগী পাইনি। আমরা অনেককে কোয়ারেন্টাইনে রেখেছি। যাদের করোনাভাইরাস নেই, তাদেরকে আমরা ছেড়ে দেব।

জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমাদের যে কর্মকান্ড তাতে অনেকেই সহযোগিতা করছে। আজকে সামিট গ্রুপ স্ক্যানার দিয়েছে। এখন সবমিলে ১০টি স্ক্যানার হয়েছে।

স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর