Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় ফ্রি কলের সুবিধা টেলিটকে


১২ মার্চ ২০২০ ১৫:১৮ | আপডেট: ১২ মার্চ ২০২০ ১৫:২৮

ঢাকা: করোনাভাইরাস প্রতিরোধে টোল ফ্রি-কলের সুযোগ দিচ্ছে সরকারি মোবাইল অপারেটর টেলিটক। তবে কেবল এই অপারেটরের গ্রাহকরাই টেলিটকের নির্দিষ্ট ওইসব নম্বরে কল করে করোনা সম্পর্কিত তথ্য জানতে পারবেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ফেসবুকে দেওয়া এক স্ট্যটাসে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

নিজের ফেসবুক ওয়ালে তিনি লিখেছেন, ‘এবার আমরা করোনাভাইরাস সম্পর্কে জানতে আমাদের টেলিটক গ্রাহকদেরকেও টোল ফ্রি নম্বর দিচ্ছি। টেলিটক গ্রাহকরা এসব নম্বরে যোগাযোগ করুন-০১৫৫০০৬৪৯০১, ০১৫৫০০৬৪৯০২, ০১৫৫০০৬৪৯০৩, ০১৫৫০০৬৪৯০৪ ও ০১৫৫০০৬৪৯০৫।’

এ বিষয়ে জানতে চাইলে মোস্তাফা জব্বার সারাবাংলাকে বলেন, ‘আইইডিসিআরের হটলাইনে নতুন করে টেলিটকের নম্বরগুলো যুক্ত হয়েছে। এই নম্বরগুলোতে টেলিটকেরা গ্রাহকেরা ফ্রি কল করে করোনাভাইরাস সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সেবা পাবেন। নতুন খবর হচ্ছে করোনার তথ্য জানতে গ্রামীণফোনও তাদের গ্রাহকদের টোল ফ্রি সেবা দেবে।’

করোনাভাইরাস কল ফ্রি টেলিটক সেবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর