মেসির মতোই অবলাক!
১২ মার্চ ২০২০ ১৪:৩৪ | আপডেট: ১২ মার্চ ২০২০ ১৪:৪৭
ঘরের মাঠ অ্যানফিল্ডে গিয়ে লিভারপুলকে হারিয়ে আসা চাট্টিখানি কথা নয়। আর সেই জয় যদি হয় চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে ওঠার নিশ্চয়তা তবে জয়ী দলের খেলোয়াড়, সমর্থক, কর্মকর্তারা আকাশেই উড়বেন। অ্যাটলেটিকো মাদ্রিদও তাই। বুধবার (১১ মার্চ) রাতে অ্যানফিল্ডে জয় পেয়ে কোচ ডিয়াগো সিমিওনে প্রশংসায় ভাসাচ্ছেন দলের খেলোয়াড়দের।
দলের গোলকিপার ইয়ান অবলাকের প্রশংসা করতে গিয়ে সিমিওনে বলেন, অবলাক পৃথিবীর সেরা গোলকিপার। অবলাক দলে থাকলে আপনি ততটাই সুবিধা পাবেন যতটা মেসির কারণে বার্সেলোনা পায়।
স্লোভানিয়ান এ গোলরক্ষক গত রাতে দুর্দান্ত খেলেছেন। যদিও দুটি গোল হজম করতে হয়েছে তবে ম্যাচজুড়ে একের পর এক অল রেড আক্রমণ বাধা পেয়েছে তার কাছেই।
এদিন শীষ্যদের পারফরমেনসে যারপরনাই খুশি অ্যাটলেটিকো বস। কেননা অ্যানফিল্ডে যেভাবে খেলছিল লিভারপুল তাতে দুইয়ের অধিক গোল হজম করার আশঙ্কা জন্মেছিল। অবলাক কৃতিত্বেই যে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে প্রতিপক্ষকে আঘাত করতে পেরেছেন তা স্বীকার করতে মোটেও দ্বিধা করেননি তিনি।
সিমিওনে বলেন, অবলাক দলের স্যাভিচ, লোদি, ফিলিপ, ফেলিক্সদের মতই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে ওর সম্পর্কে আরেকটি কথা বলতে চাই। অবলাক বিশ্বের সেরা গোলরক্ষক। মেসি যেমন প্রতিপক্ষকে আক্রমণ করে বার্সেলোনাকে ম্যাচ জেতায়, অবলাক তেমন প্রতিপক্ষকে রুখে দিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে ম্যাচ জেতায়।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলর এ লড়াইয়ে জয় পেয়ে কোয়ার্টার ফাইনেল নিশ্চিত করলো অ্যাটলেটিকো মাদ্রিদ। গত বারের চ্যাম্পিয়ন লিভারপুল এর আগে প্রথম লেগে ওয়ান্ডা মেট্রোপলিটন স্টেডিয়ামে গিয়ে ১-০ গোলে হেরে এসেছিল। এবার নিজেদের মাঠেও ৩-২ গোলের ব্যবধানে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলতে থাকা লিভারপুল চ্যাম্পিয়ন লিগ থেকেই বাদ পড়লো।