Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মহামারি ১১৮ দেশে, আক্রান্ত ১ লাখ ১৮ হাজার, প্রাণহানি ৪,২৯২


১২ মার্চ ২০২০ ১১:৩৫ | আপডেট: ১২ মার্চ ২০২০ ১৩:৫৯

মারাত্মক ছোঁয়াচে করোনাভাইরাস বিশ্বের ১১৮টি দেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ১৮ হাজার। মারা গেছেন ৪ হাজার ২শ ৯২ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করেছে। খবর সিএনএনের।

ভাইরাসের উৎপত্তিস্থল চীনে সংক্রমণ কমছে। প্রতিদিনের হিসেবে আক্রান্তের সংখ্যা কমে আসছে এক শ’র নিচে। কিন্তু রোগী বেড়েছে ইতালি, দক্ষিণ কোরিয়া, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ কিছু দেশে। যুক্তরাজ্য ছাড়া ইইউভুক্ত দেশগুলোর নাগরিকদের সব রকম ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিনিরা স্ক্যানিং এর মাধ্যমে দেশে ফিরতে পারবেন।

বিজ্ঞাপন

ইতালিতে ওষুধ ও খাবারের দোকান ছাড়া অন্যসব দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাইরাসে দেশটিতে মোট ১২ হাজার আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮২৭ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে ৩৫৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ৯ হাজার।

এছাড়া, দক্ষিণ কোরিয়ায় ৬০, স্পেনে ৩৬, ফ্রান্সে ৩৩ এবং যুক্তরাষ্ট্রে ২৫ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

করোনা মহামারি করোনাভাইরাস কোভিড-১৯

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর