Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা


১১ মার্চ ২০২০ ২৩:৩০ | আপডেট: ১২ মার্চ ২০২০ ০০:৩৪

বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগকে ‘বৈশ্বিক মহামারি’ (Pandemic) ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিভিন্ন দেশে দ্রুত গতিতে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে যাওয়াকে ‘আতঙ্কজনক’ অভিহিত করে এই ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্রধান ড. টেডরস আধানক গেব্রেয়েসুস।

বিবিসির খবরে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের অব্যাহত সংক্রমণের মুখে বুধবার (১১ মার্চ) এ ঘোষণা দিয়েছে স্বাস্থ্য সংস্থা। তবে এর জন্য করোনাভাইরাস সংক্রান্ত সংস্থাটির আগে থেকেই জারি করা সতর্কতামূলক পরমর্শগুলোই অনুসরণ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে যা কিছু করণীয়

ড. টেডরস বলেন, চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা গত দুই সপ্তাহে বেড়ে ১৩ গুণ হয়েছে। এর সংক্রমিত হওয়ার হার অত্যন্ত আতঙ্কিত হওয়ার মতো এবং বর্তমান পরিস্থিতি গভীর উদ্বেগজনক।

বর্তমান পরিস্থিতিতে বিশ্বের সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্বাস্থ্য সংস্থার প্রধান বলছেন, এই ভাইরাসের সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে বিশ্বের সব দেশের সরকারকে জরুরিভিত্তিতে আগ্রাসী পদক্ষেপ নিতে হবে। কিছু কিছু দেশ এমন নজির স্থাপন করেছে যে এই ভাইরাসকে দমন ও নিয়ন্ত্রণে আনা সম্ভব। অন্য যেসব দেশকে এখন এই ভাইরাস মোকাবিলা করতে হচ্ছে, তাদের ক্ষেত্রেও এটি এখন চ্যালেঞ্জ যে তারা একই ধরনের পদ্ধতি অবলম্বন করে এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারে কি না।

ড. টেডরস আরও বলেন, বিভিন্ন দেশের সরকারকে জনস্বাস্থ্যের সুরক্ষার পাশাপাশি এই ভাইরাসের মোকাবিলায় শক্তি প্রয়োগ ও মানুষের জীবনের প্রতি শ্রদ্ধার মধ্যে সমন্বয় করতে হবে। আমাদের সবাইকে এক হয়ে শান্ত থেকে সঠিক কাজটি করতে হবে এবং বিশ্বব্যাপী নাগরিকদের সুরক্ষা দিতে হবে। এটা সম্ভব।

বিজ্ঞাপন

আরও পড়ুন- করোনাভাইরাস সম্পর্কে যা কিছু জানা প্রয়োজন

এর আগে গত ৩০ জানুয়ারি করোনাভাইরাস সংক্রমণের কারণে বিশ্বব্যাপী স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই সময় বিশ্বের ১৮টি দেশে এই ভাইরাসের সংক্রমণে কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর উপস্থিতি নিশ্চিত করা গিয়েছিল। বর্তমানে বিশ্বের ১০৫টি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী ছড়িয়ে পড়ায় এবং ভাইরাসের সংক্রমণের মাত্রা নিয়ন্ত্রণে না আসার পরিপ্রেক্ষিতে বৈশ্বিক মহামারি ঘোষণা করা হলো। বৈশ্বিক মহামারি বা প্যানডেমিক মূলত ওই পরিস্থিতিকে বলা হয়, যখন কোনো রোগ বা জীবাণুর সংক্রমণ একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে থাকে।

আরও পড়ুন- করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর সাধারণ সাবানও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য বলছে, বিশ্বব্যাপী এই ভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত চার হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আর বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা এক লাখ ১৯ হাজারের বেশি। এর মধ্যে চীনে এই ভাইরাসের সংক্রমণের হার কিছুটা কমে এলেও ইতালি ও যুক্তরাষ্ট্রে তা দ্রুত বাড়ছে। ইতালিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন প্রায় ৭০০ নাগরিক। আর যুক্তরাষ্ট্রে গত তিন দিনে দ্বিগুণ হয়ে আক্রান্তের সংখ্যা এখন এক হাজারের বেশি।

করোনাভাইরাস কোভিড-১৯ প্যানডেমিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক মহামারি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর