Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে গৃহবধূর মৃত্যু


১১ মার্চ ২০২০ ২০:১৮ | আপডেট: ১১ মার্চ ২০২০ ২৩:১৮

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর মুন্সিহাটি এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে ইট পড়ে রাশিদা বেগম (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাশিদার স্বামী আলমগীর হোসেন জানান, ওই এলাকায় তার চায়ের দোকান আছে। স্ত্রী রাশিদা ও দুই সন্তানকে নিয়ে কামরাঙ্গীরচর দক্ষিণ মুন্সিরহাটি এলাকায় থাকেন। দুপুরে গৃহবধূ রাশিদা তার চায়ের দোকানে আসছিলেন। এসময় বিল্লাল মিয়ার নির্মাণাধীন বাড়ির ওপর থেকে একটি ইট রাশিদা বেগমের মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, দুপুরে ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ইটের আঘাতে মৃত্যু গৃহবধূর মৃত্যু নির্মাণাধীন ভবন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর