Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীর পথচলায় প্রতিবন্ধকতা তৈরি না করতে শিক্ষামন্ত্রীর আহ্বান


১১ মার্চ ২০২০ ২২:২৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি [ফাইল ছবি]

ঢাকা: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শুধু সাংবাদিকতাই নয় রাজনীতি, চাকরি, ব্যবসাসহ প্রায় সকল ক্ষেত্রেই নারীকে বাধার পাহাড় ডিঙিয়ে এগিয়ে যেতে হয়। নারীকে পথ দেখানোর দরকার নেই, নারীর চলার পথে প্রতিবন্ধকতা তৈরি না করলেই চলবে।

বুধবার (১১ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একজন শেখ হাসিনা আছেন বলে বাংলাদেশে আজ নারীর এত উন্নয়ন হয়েছে। নারী সাংবাদিকদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। নিজেদের প্রশ্নের ঊর্ধ্বে রাখতে হবে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউজ২৪ এর জয়েন্ট নিউজ এডিটর আঙুর নাহার মন্টি। তিনি জানান, বর্তমানে বাংলাদেশ ১২০০ টি দৈনিক পত্রিকা, ৩১ টি টিভি চ্যানেল, ৩৫ টি রেডিও ১৫০০০ অনলাইন নিউজ পোর্টাল আছে। এসমস্ত গণমাধ্যমে মাত্র ১৬ শতাংশ নারী সাংবাদিক।

ফরিদা ইয়াসিন বলেন, নারীদের পাশে নারীদের এগিয়ে আসতে হবে, পাশাপাশি পুরুষদের সহযোগিতা দরকার। কাউকে না কাউকে নীরবতা ভাঙতে হবে। এখনও এই সমাজ নারীদের উচ্চ পদে মেনে নিতে চায় না। দেখে অভ্যস্ত নয়। ধীরে ধীরে এগিয়ে আসতে হবে। সফলতার কোনো শর্টকাট রাস্তা নাই।

দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসমীমা হোসেন বলেন, সব নারীকে তার অবস্থান থেকে এগিয়ে যেতে হবে। নারীকে দুই জায়গায় তার যোগ্যতা প্রমাণ করতে হয়। একবার সংসারে অন্যবার তার কর্মক্ষেত্রে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমীমা হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির নারী বিষয়ক সম্পাদিকা সাজু রহমান, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার নাদিরা কিরণসহ রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী দীপু মনি

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর