Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কভিড-১৯ প্রতিরোধে প্রস্তুত নরসিংদী, ২ ইতালিফেরত কোয়ারেনটাইনে


১১ মার্চ ২০২০ ২১:৫৪

নরসিংদী: এক সপ্তাহ আগে দেশে ফেরা ইতালিফেরত দুই ব্যক্তিকে নিজেদের বাড়িতে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এরা দুজনেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ নিজ বাড়িতে কোয়ারেনটাইনে রয়েছেন। তাদের দুজনের শরীরে কোনো কোভিড-১৯ রোগের কোনো উপসর্গ দেখা যায় কিনা তা লক্ষ্য রাখা হচ্ছে।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ প্রতিরোধে ও আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে আইসোলেশন সেন্টার ঘোষণা করা হয়েছে। এখানে ১০০ শয্যার ব্যবস্থা রাখা হবে। এছাড়া নরসিংদীর জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে বিভিন্ন পর্যায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নরসিংদীর প্রধান দুটো চিকিৎসাকেন্দ্র জেলা ও সদর হাসপাতালসহ সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

পরিস্থিতি অনুযায়ী সর্বোচ্চ সেবা দিতে জেলার সরকারি হাসপাতালগুলো প্রস্তুত বলে জানিয়েছেন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।

এছাড়া সচেতনতা বৃদ্ধি ও প্রবাস ফেরত ব্যক্তিদের বিষয়ে সতর্কতামূলক নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

ইতালিফেরত নরসিংদীতে করোনাভাইরাস মোকাবিলা হোম কোয়ারেনটাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর