জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন
১১ মার্চ ২০২০ ২১:২৯ | আপডেট: ১২ মার্চ ২০২০ ০০:১৭
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ২য় ম্যাচে সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করায় টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই জয়ের মধ্য দিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করল বাংলাদেশ ক্রিকেট দল।
আরও পড়ুন:- রেকর্ড গড়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
বুধবার (১১ মার্চ) খেলা শেষে শেখ হাসিনা দলের সংশ্লিষ্টদের অভিনন্দিত করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
প্রধানমন্ত্রী তার বার্তায়, দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। আশা করেন ভবিষ্যতেও বাংলাদেশ দল বিজয়ের এই ধারা অব্যাহত রাখবে।