Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ ২ জনের মৃত্যু


১১ মার্চ ২০২০ ২০:০১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ দু’জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একটি দুর্ঘটনা ঘটেছে নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায়। আরেকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলায়।

বুধবার (১১ মার্চ) বিকেলে নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন মোড়ে একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই ছাত্রী চলন্ত কাভার্ডভ্যানের নিচে চলে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

ঘটনাস্থল পরিদর্শন করা বায়েজিদ বোস্তামি থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিত্র সারাবাংলাকে জানান, মৃত তরুণীর নাম কামরুন্নাহার রুপা (২২)। তিনি নগরীর বালুছড়া এলাকার জেবল হোসেনের বাড়ির আনোয়ার শাহাদাতের স্ত্রী। চট্টগ্রাম কলেজের ছাত্রী রূপা কলেজ থেকে বেরিয়ে দেবরের সঙ্গে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। এরমধ্যে দুর্ঘটনায় রূপার মৃত্যু হয়েছে এবং তার দেবর আহত হয়েছেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও এর চালককে আটক করা হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, গুরুতর আহত রুপাকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। রূপা চট্টগ্রাম সরকারী কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্রী বলে তার স্বজনেরা জানিয়েছেন।

এদিকে বুধবার সকালে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় মিনিবাসের এক চালকের মৃত্যু হয়েছে। মৃত চালকের নাম মো. ইলিয়াস (২২)। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। থাকেন সীতাকুণ্ডের ভাটিয়ারি কালু শাহর মাজার এলাকায়।

বিজ্ঞাপন

চট্টগ্রামের হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির এসআই মনির আহমেদ জানিয়েছেন, আট নম্বর রুটের ‘সেইফ লাইন’ বাস সীতাকুণ্ড থেকে নগরীর দিকে যাবার পথে দুর্ঘটনায় পড়ে। ঢাকা থেকে চট্টগ্রামমুখী কুরিয়ার সার্ভিসের মালামাল বহনকারী একটি কাভার্ডভ্যান বাসটিকে ধাক্কা দিলে ইলিয়াছ মারা যান। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।

কলেজছাত্রীর মৃত্যু চট্টগ্রাম সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর