সংসদে মুজিববর্ষের বিশেষ অধিবেশনের সূচিতে বদল নেই
১১ মার্চ ২০২০ ১৯:৪৮ | আপডেট: ১১ মার্চ ২০২০ ২২:৩১
ঢাকা: আগের ঘোষণা অনুযায়ী আগামী ২২ ও ২৩ মার্চেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজন মুজিববর্ষের বিশেষ সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সংসদ সচিবলায় সূত্রে জানা গেছে, অধিবেশনের শুরুতে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
করোনাভাইরাস পরিস্থিতি মুজিববর্ষ উপলক্ষে যাবতীয় অনুষ্ঠান জনসমাগম এড়িয়ে পুনর্বিন্যাস করার নীতিগত সিদ্ধান্ত হওয়ায় বিশেষ এই অধিবেশন নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। তবে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সে শঙ্কা কেটে গেছে।
বুধবার (১১ মার্চ) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২২ মার্চ শুরু হবে মুজিববর্ষের বিশেষ এই অধিবেশন। ওই দিন সকাল ৯টায় সংসদ সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর সকাল ১১টায় শুরু হবে সংসদ অধিবেশনের কর্মসূচি। এসময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, দ্বিতীয় দিন ২৩ মার্চ সকাল ১০টা থেকে শুরু হবে এ অধিবেশন। অধিবেশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন নিয়ে ১৪৭ বিধির আওতায় একটি প্রস্তাব আনা হবে। সংসদ সদস্যরা সে প্রস্তাবের ওপর আলোচনা করবেন।
সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সরকারি দলের সিনিয়র সদস্য আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, অ্যাডভোকেট আনিসুল হক, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।
এর আগে, একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনের সমাপনী দিনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানিয়েছিলেন, মুজিববর্ষের বিশেষ এই অধিবেশন বসবে ২২ ও ২৩ মার্চ। পরে গত ৩ মার্চ সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বিশেষ এই সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিশেষ এই সংসদ অধিবেশনে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা ছিল। করোনাভাইরাস পরিস্থিতিতে অধিবেশনের সূচি পরিবর্তন করা না হলেও বিদেশি অতিথিদের উপস্থিতি হয়তো পাওয়া যাবে না।
টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অধিবেশন মুজিববর্ষ সংসদ অধিবেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী