Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার খুলছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ের দরজা


১১ মার্চ ২০২০ ১৯:১৭ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৯:২২

মুন্সীগঞ্জ: অবশেষে খুলে দেওয়া হচ্ছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গার একাংশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া অংশের ৫৫ কিলোমিটার পথ।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের সুবিধার্থে ২০১৬ সালে শুরু হয় দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গার নির্মাণ কাজ। গণভবন থেকে ভিডিওকলের মাধ্যমে ঢাকা থেকে মাওয়া অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এক্সপ্রেসওয়েটিতে গাড়ির সর্বোচ্চ গতিবেগ থাকতে পারবে ১৫০ কিলোমিটার পর্যন্ত। সে হিসেবে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৫৫ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে ২৭ থেকে ৩০ মিনিট। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর এক্সপ্রেসওয়েটির ভাঙ্গা অংশ পর্যন্ত নির্মাণ কাজ শেষ হলে এর পুরো সুফল পাওয়া যাবে।

আধুনিক ‘ট্রাফিক ব্যবস্থাপনা’ সমৃদ্ধ ছয় লেনের এ মহাসড়কটিতে স্থানীয়দের ব্যবহারের জন্য আছে দুই লেনের সার্ভিস রোড। এছাড়াও রয়েছে ৪টি ফ্লাইওভার, ৪টি রেলওয়ে ওভারব্রিজ, ৪টি বড় ব্রিজ, ১৯টি আন্ডারপাসসহ বিশ্বমানের সব নিরাপত্তা ব্যবস্থা।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর