Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষমতাসীনদের প্রশ্রয়ে রূপনগর বস্তিতে আগুন: ফখরুল


১১ মার্চ ২০২০ ১৬:৪১ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৬:৫০

ঢাকা: ক্ষমতাসীনদের প্রশ্রয়ে বস্তি উচ্ছেদ করে প্লট বা হাউজিং প্রতিষ্ঠান নির্মাণের জন্যই রূপনগর বস্তিতে আগুনের ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনবার্সনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।

বুধবার (১১ মার্চ) দুপুরে আগুনে পুড়ে যাওয়া রূপনগর বস্তি পরিদর্শন শেষে বিএনপির মহাসচিব এ সব কথা বলেন। এ সময় তার সঙ্গে বিএনপি নেতা তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

ফখরুল বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের কাছে শুনেছি, এখানে ১ হাজারের ওপরে বাড়ি ছিল। যারা এখানে বাস করত ৫০ হাজারের বাসিন্দার কম হবে না। একটি বাড়িও এখানে নেই, প্রায় সবকটি মাটির সঙ্গে মিশে গেছে। আগুন লাগার ফলে পুরোপুরি ভস্ম হয়ে গেছে। আমরা রূপনগরে বারবার দেখছি এই বস্তিতে অগ্নিকাণ্ড হচ্ছে। আমি কিছুদিন পূর্বেও সিটি কর্পোরেশন নির্বাচনের পূর্বে এখানে এসেছিলাম।’

বিএনপির মহাসচিব বলেন, ‘এখানকার বাসিন্দাদের অভিযোগ কোনো একটি প্রভাবশালী মহল ক্ষমতাসীনদের প্রশ্রয়ে বস্তি উচ্ছেদ করে তারা এখানে বিভিন্ন রকমের প্লট নির্মাণ করতে চায় বা হাউজিং নির্মাণ করতে চায়। আমাদের দূর্ভাগ্য আমাদের দেশে যারা দুর্বল যারা বস্তিতে বাস করেন তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা নেই। গৃহায়ণের কোনো ব্যবস্থা নেই। অন্যদিকে যারা বিত্তশালী তাদের গৃহায়নের জন্য নতুন নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। আজকে যারা নিঃস্ব হয়ে গেলেন, সবাই নিম্ন আয়ের মানুষ, বস্তি পুড়ে যাওয়ার পর তারা নিঃস্ব হয়ে গেছে। আমরা এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি, ক্ষোভ প্রকাশ করছি, নিন্দা প্রকাশ করছি, বারবার এমন হওয়ার পরও কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।’

বিজ্ঞাপন

ফখরুল আরও বলেন, ‘এখানকার মানুষের অভিযোগ ফায়ার সার্ভিস এসেছেও এক ঘণ্টা, দেড় ঘণ্টা পরে। তারা এসেছিল নাকি পানি ছাড়াই। এ ধরনের ঘটনায় আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর আস্থা একেবারেই চলে যায়। যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেবেন এবং পুনর্বাসনের ব্যবস্থা করবেন।’

এক প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, ‘অবশ্যই এ ঘটনার তদন্ত হওয়া দরকার। তদন্ত নিরপেক্ষ হতে হবে। প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত হয়ে বেশিরভাগ তদন্ত হয়, সেটি যেন না হয়।’

বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল রূপনগর বস্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর