Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি হল থেকে উদ্ধার ৯ রামদা ও বস্তাভর্তি পাথর


১১ মার্চ ২০২০ ১৫:২৩ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৮:১১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হল থেকে ৯টি রামদা ও কয়েক-বস্তা পাথর উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় এবং হল প্রশাসন। আরও উদ্ধার করা হয়েছে লোহার রড ও লাঠিসোঁটা। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বুধবার (১১ মার্চ) সকালে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হল প্রশাসনসহ যৌথ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এমনটাই জানিয়েছেন প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান।

বিজ্ঞাপন

প্রক্টর বলেন, হলের আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আব্দুর রব হলে আমাদের এই অভিযান। এসময় ৯টি রামদা, ৭টি লোহার রড, লাঠিসোঁটা ও কয়েক বস্তা পাথর উদ্ধার করা হয়েছে।

মনিরুল হাসান আরও জানান অভিযানে কাউকে আটক করা হয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রামদা উদ্ধার হলে অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর