অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৫ জনের মৃত্যু
১১ মার্চ ২০২০ ১৫:০৫
অস্ট্রেলিয়ার উত্তরপূর্বে ভারী মৌসুমি বৃষ্টির মধ্যে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫ আরোহীর সবাই মারা গেছেন। বুধবার (১১ মার্চ) এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স।
পুলিশ জানিয়েছে, চার্টার্ড ফ্লাইটটিতে পাইলট ছাড়া চারজন সরকারী কর্মী ছিলেন। কুইন্সল্যান্ডের কেপ ইয়র্ক পেনিনসুলায় লখার্ট নদীর কাছে দুইবার অবতরণের চেষ্টা করে ব্যর্থ হন পাইলট।
চিফ সুপারিন্টেনডেন্ট ক্রিস হজম্যান সাংবাদিকদের বলেন, অবতরণের নির্দিষ্ট স্থানের কাছাকাছি তৃতীয় বারের মতো অবতরণের চেষ্টা করতে গিয়ে বিধ্বস্ত হয় বিমানটি।