Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামাবাদে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত


১১ মার্চ ২০২০ ১৩:০৩ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৩:২০

পাকিস্তানের একটি যুদ্ধবিমান রাজধানী ইসলামাবাদের শাকারপারিয়ান এলাকায় বিধ্বস্ত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে এ ঘটনাটি ঘটে। দেশটির বিমানবাহিনীর এক মুখপাত্র এক ঘোষণায় এ তথ্য জানান। খবর ডন।

বিধ্বস্ত যুদ্ধবিমানটি এফ-১৬ মডেলের। ২৩ মার্চ পাকিস্তান দিবসের কর্মসূচীর মহড়ায় অংশ নিয়েছিলো যুদ্ধবিমানটি।

বিমানবাহিনীর ওই মুখপাত্র জানান, উদ্ধারকাজ এখনও চলছে। ইতিমধ্যে দুর্ঘটনার কারণ খুঁজতে বিমানবাহিনীর পক্ষ থেকে একটি তদন্ত দল তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, শাকারপারিয়ান রাজধানী ইসলামাবাদের মধ্যে একটি পাহাড়। এ নিয়ে গত দুই মাসে পাকিস্তানের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলো।

 

ইসলামাবাদ এফ-১৬ টপ নিউজ যুদ্ধবিমান পাকিস্তান