Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিআরসি চেয়ারম্যান এখন হাইকোর্টের বিচারকের পদমর্যাদায়


১১ মার্চ ২০২০ ০৫:৪০

ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এখন হাইকোর্টের একজন বিচারকের পদমর্যাদা উপভোগ করবেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান ও কমিশনারদের যথাক্রমে সচিব ও সরকারের অতিরিক্ত সচিবের মর্যাদা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র বর্তমান চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং কমিশনারগণকে তাদের চুক্তির মেয়াদ পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি, সরকারের সচিব এবং সরকারের অতিরিক্ত সচিবের পদমর্যাদা দেওয়া হলো।’

পদমর্যাদা বিচারক বিটিআরসি হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর