Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস নিয়ে ৩০ রাষ্ট্রদূতের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক


১০ মার্চ ২০২০ ২২:৪৩ | আপডেট: ১০ মার্চ ২০২০ ২২:৫৫

ঢাকা: বাংলাদেশে অবস্থানরত ৩০টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিত মন্ত্রী এ বৈঠক করেন। এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বনানীতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, ইরান ও ভারতসহ ৩০টি দেশের রাষ্ট্রদূত বৈঠকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশের করোনাভাইরাস পরিস্থিতি রাষ্ট্রদূতদের সামনে তুলে ধরেন। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক বজায় রেখে এই ভাইরাস মোকাবিলায় একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি।

এসময় রাষ্ট্রদূতরা তাদের নিজ নিজ দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন।

যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এসময় করোনা ভাইরাসে তার দেশের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন এবং বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে পারস্পরিক যোগাযোগব্যবস্থা নিয়ে আলোচনা করেন। তিনি এসময় বাংলাদেশ সরকারকে করোনাভাইরাস মোকাবিলায় আগামী দুই দিনের মধ্যে আর্থিক সহায়তারও আশ্বাস দেন।

চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, ইতালিসহ আক্রান্ত অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা আদান-প্রদানে পরবর্তী করণীয় বিষয়ে রাষ্ট্রদূতরা স্বাস্থ্যমন্ত্রীকে তাদের অভিমত ব্যক্ত করেন। স্বাস্থ্যমন্ত্রী এ প্রসঙ্গে উপস্থিত সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে বলে জানান। বিদেশি কূটনীতিক ও আগন্তুকদের সঙ্গে করোনাভাইরাস নিয়ে কোথায়, কিভাবে যোগাযোগ করতে হবে, সে বিষয়েও সভায় দিকনির্দেশনা দেন মন্ত্রী।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত রাষ্ট্রদূতরা একে অন্যের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্কের বিষয়ে একমত হন।

৩০ রাষ্ট্রদূত করোনাভাইরাস রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর