Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যতিক্রম আয়োজনে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সে পালিত নারী দিবস


১০ মার্চ ২০২০ ২২:৩২

ঢাকা: ভিন্নরূপে এ বছরের নারী দিবস পালিত হয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির (জিডিআইসি) প্রধান কার্যালয়ে। এ জন্য কোম্পানির নারী কর্মীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়।

 ৮ মার্চ নারী দিবস উপলক্ষে  বিনা খরচে গাইনকোলজিস্টের পরামর্শ, ফ্রি হাড়, চুল, ত্বক ও ডেন্টাল চেক-আপ করার সুযোগ ছিল। এছাড়া ইয়োগা সেশন ও ‘আমাদের কথা বলি’ এর মতো আয়োজনে পালিত হয় দিনটি। মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী বলেন, এই জাতীয় অনুপ্রেরণামূলক মহিলাদের সাথে প্রথম সাক্ষাৎকার এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়াই জিডিআইসি-তে মহিলাদের উৎসাহিত এবং উদ্বুদ্ধ করবে।

এই বছর বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন উইং কমান্ডার নাসরিন সুলতানা সিদ্দিকা, পিএসসি এবং বাংলাদেশের একমাত্র মহিলা ট্রেন চালক মিসেস সালমা খাতুন, বাংলাদেশ রেলওয়ে।

উক্ত অনুষ্ঠানে জিডিআইসির মহিলা কর্মচারিরা ছাড়াও উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা এমডি জনাব নাসির এ চৌধুরী, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মিসেস খুরশিদা চৌধুরী, পরিচালক শামসুন নাহার বেগম চৌধুরী এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি নারী দিবস

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর