Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পিড-এর আয়োজনে রেকর্ড মেকিং প্ল্যাটর্ফম “স্পিড রের্কড মাস্টার”


১০ মার্চ ২০২০ ২১:০২

বেভারেজ ব্র্যান্ড ‘স্পিড’-এর আয়োজনে শুরু হচ্ছে দেশের একমাত্র রের্কড মেকিং প্ল্যাটর্ফম “স্পিড রের্কড মাস্টার।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিটিটেড-এর হেড অফ মার্কেটিং মোঃ মাইদুল ইসলাম ও অন্যান্য র্ঊধ্বতন র্কমর্কতারা এ ইভেন্টের নানা দিক বিস্তারিত আলোচনা করনে।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের তরুণ সমাজের মধ্যে যে উদ্যম ও নিজেকে ছড়িয়ে দেওয়ার স্পৃহা রয়েছে সে বিষয়টি সবার সামনে তুলে ধরতে চায় স্পিড। সে লক্ষ্যেই এ ক্যাম্পেইন।

এ ক্যাম্পেইনে সবার স্বতর্স্ফূত অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে প্রচারণা চালাবে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থদের সরাসরি অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবে স্পিড। এ সময় সেখানে উপস্থিত থাকবেন জনপ্রিয় চিত্রনায়ক আরেফিন শুভ। প্রসঙ্গত, “স্পিড রেকর্ড মাস্টার” নিয়ে আগামীতে দেশ জুড়ে আরও অনকে বড় পরিসরে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে আয়োজক সংস্থা।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড স্পিড স্পিড রের্কড মাস্টার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর