করোনা মোকাবিলায় রংপুরের ৩ স্থানে আইসোলেশনের ব্যবস্থা
১০ মার্চ ২০২০ ২১:১৯ | আপডেট: ১০ মার্চ ২০২০ ২১:২১
রংপুর: রংপুরে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে ১১ সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ড ও কোয়ারেনটাইন ইউনিট তৈরি করা হয়েছে হারাগাছ ৩১ শয্যবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ও নবনির্মিত শিশু হাসপাতালে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সিভিল সার্জন হিরম্ব কুমার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
সিভিল সার্জন বলেন, তার কার্যালয়ের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে মাইকিং এর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বাড়াতে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন কাজ করছে।
সাংবাদিকদের সঠিক তথ্য পরিবেশনের অনুরোধ জানিয়ে সিভিল সার্জন বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে আতঙ্কিত হওয়া যাবে না। বরং সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে হবে।’