Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি গড়ে বিশ্বরেকর্ড কর্মসূচি স্থগিত


১০ মার্চ ২০২০ ১৮:৫৫

গাজীপুর: করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ প্রতিরোধে সিটি করপোরেশন পুরোপুরি প্রস্তুত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে শহরের বঙ্গতাজ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেয়র।

মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘লাখ লাখ পোশাক শ্রমিক অধ্যুষিত গাজীপুরে করোনাভাইরাসের ঝুঁকি রয়েছে। এজন্য সবাইকে সচেতন হতে হবে। স্কুল, কলেজ, মসজিদ মাদরাসাসহ যেসব জায়গায় লোকসমাগম বেশি হয় সেসব স্থানের প্রতিনিধিদের সঙ্গে আমরা আলোচনা করেছি। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতনতার মাধ্যমে করোনাভাইরাসরোধে আমরা কাজ করব। কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেয়ার চেষ্টা করব। এজন্য সিটি করপোরেশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

সংবাদ সম্মেলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ১০ হাজার শিক্ষার্থীর অংশ গ্রহণে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির বিশ্বরেকর্ডের অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন মেয়র।

এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনজাম মাসুদসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

১০ হাজার শিক্ষার্থী গাজীপুর সিটি করপোরেশন বঙ্গবন্ধুর প্রতিকৃতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর