Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাপিয়ার মামলা তদন্ত করবে র‌্যাব


১০ মার্চ ২০২০ ১৭:৪৮ | আপডেট: ১০ মার্চ ২০২০ ১৭:৫৭

ঢাকা: যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত শামীমা ‍নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্তের জন্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) কাছে হস্তান্তর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পর এখন থেকে মামলাটি তদন্ত করবে র‌্যাব-১।

মঙ্গলবার (১০ মার্চ) পাপিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাটি পুলিশ সদর দফতর থেকে র‌্যাব-১-এর কাছে হস্তান্তর করা হয়। র‌্যাব-১-এর আইন কর্মকর্তা সহকারী কমিশনার (এসি) নাজমুল হক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এসি নাজমুল হক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (সোমবার, ৯ মার্চ) মামলাটি তদন্তের জন্য অনুমতি দিয়েছে। এরপর আজ (মঙ্গলবার) মামলার সব ধরনের নথিপত্র র‌্যাবকে বুঝিয়ে দিয়েছে পুলিশ।

আরও পড়ুন- পাপিয়া দম্পতিকে জিজ্ঞাসাবাদ করতে অনুমতির অপেক্ষায় র‌্যাব

পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরী এবং তাদের আরও দুই সহযোগীকে গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন গেট পার হওয়ার সময় আটক করে র‌্যাব। এসময় তাদের কাছে দুই লাখ টাকা, ইয়াবা, মদ ও জাল মুদ্রা উদ্ধার করা হয়।

পরে তাদের নিয়ে পাপিয়ার নরসিংদী ও ফার্মগেটের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ফার্মগেটের বাসা থেকে নগদ ৫৮ লাখ টাকা, অবৈধ পিস্তল ও গুলি, বিদেশি মুদ্রা ও মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় বিশেষ ক্ষমতা ও অস্ত্র আইনে দুইটি এবং বিমানবন্দর থানায় মাদক, অর্থপাচার ও জাল মুদ্রা রাখার অভিযোগে একটি মামলা করে র‌্যাব। এসব মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

সাধারণ মামলাগুলোর ক্ষেত্রে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়ে থাকে। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমাসহ যাবতীয় কাজ করে থাকে। কিন্তু বিশেষ কিছু মামলার মূল রহস্য উদঘাটন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তদন্ত করে র‌্যাব। সংস্থাটি বলছে, রিমান্ডের আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাপিয়ার বিদেশে অর্থ পাচারের তথ্য পাওয়া গেছে। এছাড়া ক্যাসিনো থেকে শুরু করে আরও অনেক অপরাধে জড়িয়ে থাকতে পারেন পাপিয়া। সে কারণেই মামলাটি তদন্ত করার অনুমতি চেয়েছিল র‌্যাব।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

‘পাপিয়ার অবৈধ সম্পদ অনুসন্ধান করবে দুদক’

এবার পাপিয়ার ক্যাসিনো সম্পৃক্ততার খোঁজে র‌্যাব

পাপিয়া প্রতিদিন বারের বিলই দিতেন আড়াই লাখ টাকা!

আরও ২ মামলায় ৫ দিন করে রিমান্ডে পাপিয়া ও মফিজুর

যেভাবে বাড়ি-গাড়ি-টাকার মালিক পাপিয়া-মফিজুর দম্পতি

টপ নিউজ পাপিয়া পাপিয়া-মফিজুর মফিজুর রহমান মামলা র‌্যাবকে হস্তান্তর শামীমা নূর পাপিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর