Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ টি-টোয়েন্টিতে বিশ্রামে তামিম!


১০ মার্চ ২০২০ ১৭:০৬ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৮:০৬

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে তামিম ইকবালেকে বিশ্রাম দেওয়া কথা ভাবছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচটিতে নাও দেখা যেতে পারে দেশসেরা এই রান সংগ্রাহককে।

বাংলাদেশ দলের একটি সূত্র মঙ্গলবার (১০ মার্চ) এই খবর নিশ্চিত করেছে।

সূত্রটির দেওয়া তথ্যমতে, আজ সন্ধ্যায় টিম মিটিং আছে। সেখানে আমরা এ ব্যাপারে আলোচনা করব (শেষ ম্যাচে তামিমের বিশ্রাম)।

ম্যাচটিকে তাকে বিশ্রাম দেওয়া হলে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তরুণ টপ অর্ডার নাইম শেখকে।

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ দুই ওয়ানডেতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলে নেওয়া তামিম ইকবাল মিরপুর শের-ই বাংলায় প্রথম টি-টোয়েন্টিতে ৩৩ বলে খেলেছেন ৪১ রানের ইনিংস।

টি-টোয়েন্টি তামিম বিশ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর