বিএনপি ও গণমাধ্যমকে করোনা নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহবান
১০ মার্চ ২০২০ ১৬:৫১ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৮:০৬
ঢাকা: বিএনপিসহ কোনো গণমাধ্যমকে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহবান জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘করোনাভাইরাস নিয়ে বাংলাদেশে এখনো আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি।’
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এছাড়া স্কুল-কলেজ বন্ধ ঘোষণার মতো পরিস্থিতিও সৃষ্টি হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি কখোনাই সাধারণ মানুষের রাজনীতি করেনি। তাদের রাজনীতি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য ও মুক্তি নিয়ে। এখন তারা করোনাভাইরাস নিয়ে রাজনীতি করছে। বিএনপির মহাসচিব করোনা ভাইরাসের কারণে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করতে বলেছেন।’
‘জয় বাংলা’ স্লোগান নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘হাইকোর্টের এই রায়ের ফলে এখন বিএনপিসহ যারা একসময় জয় বাংলা স্লোগান দিতে লজ্জা পেতেন, তারা সকলেই এখন জয় বাংলার স্লোগান দেবেন।’
তিনি আরও বলেন, ‘জাতির পিতার জন্মশত বার্ষিকী পালনের জন্য দেশবাসীর পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী জনস্বার্থের কথা চিন্তা করে সেই প্রোগ্রামগুলো সংকুচিত করা এবং একইসঙ্গে প্রোগ্রাম পুনর্বিন্যাস করেছেন। কোনো প্রোগ্রাম বাতিল করা হয়নি। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এবং বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর এই প্রোগ্রামগুলোকে পুনর্বিন্যাস করা হয়েছে। বিশ্ব নেতারা মুজিব বর্ষের অংশ নেওয়ার সম্মতি দিয়েছিলেন এবং নিশ্চিত করেছিলেন। ভারত সরকারের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীর সফর নিশ্চিত করে ঘোষণা দেয়া হয়েছিল, যেদিন মুজিবর্ষ উদযাপনে জাতীয় কমিটি বেশি জনসমাগম হওয়া অনুষ্ঠান আপাতত পরিহার করা হলো সেদিনও ভারত সরকারের পক্ষ থেকে মোদির সফর নিয়ে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছিল।’
‘বিএনপি করোনাভাইরাস নিয়ে রাজনীতি না করে উচিত ছিল জনগণের পাশে দাঁড়ানো। এটি একটি বৈশ্বিক দুর্যোগ। এটি শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, সমগ্র পৃথিবীব্যাপী দুর্যোগ। সমগ্র পৃথিবীব্যাপী বিমান চলাচল সংকুচিত হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প ওয়াইট হাউজ থেকে বের হচ্ছেন না। এভাবে বিশ্ব নেতারা তাদের প্রোগ্রামগুলো কার্টেইল করছে।’—বলেন হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘একটি অসাধু ব্যবসায়ী মহল তারা মাস্ক, হ্যান্ডওয়াশের দাম বাড়িয়ে দিয়েছে। নানা ধরনের ক্লিনিক্যাল ম্যাটেরিয়ালসের দাম বাড়িয়ে দিয়েছে। সরকার এ ব্যাপারে দৃষ্টি রাখছে। যারা এই কাজগুলো করবে সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’