Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোলযাত্রায় বিজিবিকে মিষ্টি উপহার দিল বিএসএফ


১০ মার্চ ২০২০ ১৬:২৬

হিলি: ভারতের দোলযাত্রা (হোলি) উৎসব উপলক্ষ্যে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএসএফ সদস্যরা।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১ টার দিকে হিলি সীমান্তের শুন্যরেখায় ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার সুরেশ কুমার বিজিবিকে মিষ্টি উপহার দেন। বিজিবির পক্ষ থেকে মিষ্টি গ্রহণ করেন হিলি চেকপোস্টের নায়েক মানিক মিয়া।

বিজিবির এই নায়েক জানান, সনাতন ধর্মাবলম্বীদের দোলযাত্রা (হোলি) উৎসব উপলক্ষ্যে বিএসএফ তাদের মিষ্টি ও লাড্ডু উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি বিজিবির পক্ষ থেকেও তাদেরকে দোলযাত্রার শুভেচ্ছা জানানো হয়েছে।

মানিক মিয়া বলেন, ‘সীমান্তে সৌহার্দ, সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে প্রতি বছর দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে আমরা একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। এতে করে সীমান্তে দায়ীত্বপালনরত দুই বাহিনীর মাঝে সম্পর্ক আরো জোরদার হয়।’

বিজিবি-বিএসএফ মিষ্টি উপহার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর