প্রকল্প পরিচালকরা কর্ম এলাকায় না থাকায় ক্ষোভ পরিকল্পনামন্ত্রীর
১০ মার্চ ২০২০ ০৫:০৮ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৭:৪১
ঢাকা: প্রকল্প পরিচালকরা কর্ম এলাকায় থাকায় প্রকল্প বাস্তবায়ন কমেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, প্রকল্প পরিচালকরা কর্ম এলাকায় না থেকে পারিবারিক কাজ কিংবা অন্যান্য কাজে ঢাকায় থাকে।
সোমবার (৯ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইন্সস্টিউট ম্যানেজমেন্টে (বিআইএম) দুই দিনব্যাপী প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (পিএম আইসি) অব আইএমইডি শীর্ষক ১৪তম ব্যাচের প্রশিক্ষণ সভা ও সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রকল্প পরিচালকদের উদ্দেশে তিনি বলেন, ‘কিছু বিষয় আমাদের নজরে এসেছে তা হলো দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালকরা কর্ম এলাকায় থাকেন না। আমাদের দুর্ভাগ্য অধিকাংশ প্রকল্প পরিচালকরা ঘুরে বেড়ান। তাদের অনেক দায়-দায়িত্ব আছে হয়তো। এইগুলো নিয়ে গণমাধ্যমে লেখালেখি হয়, জনগণও জানে। দেশ-বিদেশ ঘুরে বেড়ানোর নামে আমরা যা করি তা মানুষের নজরে থাকে, এটা আমাদের মনে রাখা উচিত।’
তিনি বলেন, ‘সরকারের টাকা সাবধানে খরচ করতে হবে। সরকারের টাকা নিজের টাকা মনে করে খরচ করতে হবে। সময়মত প্রকল্প শেষ করতে হবে। অপচয় রোধ করে প্রকল্প সময়মত শেষ করবেন। অহেতুক বিদেশ ভ্রমণ বাদ দিত হবে। পুকুর খনন শেখার জন্য উগান্ডায় কেন যেতে হবে? তাছাড়া আমেরিকায় ৩ দিনের ভ্রমণ করে কী হবে?। কেননা আমেরিকা যেতেই তো দুদিন লাগে। আমাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর ও সাজসজ্জার প্রবণতা বাদ দিতে হবে।’
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল মনসুর মো. ফয়জুল্লাহ বলেন, ‘৭০ থেকে ৮০ শতাংশ প্রকল্প নির্দিষ্ট সময়েব বাস্তবায়ন হয় না। প্রায় প্রকল্পই তৃতীয় বারের মতো সংশোধন করা হয়। এতে প্রকল্পের খরচ বাড়ে। ডিপিপিগুলো আপনারাই করেন। কিন্তু পরে আপনারাই বলেন আগের ডিপিপি ফল্টি। এটা খুবই দুঃখজনক।’
অনুষ্ঠানে জানানো হয়, আাইএমইডি’র আয়োজনে ১৪তম ব্যাচে ২৬ জন প্রকল্প পরিচালককে (পিডি) প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আরও ৪টি ব্যাচের অধীনে ১০০ জন পিডিকে প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে বিআইমের মহাপরিচালক তাহমিনা আখতার, আইএমইডির অতিরিক্ত সচিব আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।