করোনা মোকাবিলায় প্রস্তুত বিশেষায়িত ৩ হাসপাতাল
১০ মার্চ ২০২০ ০৩:২৪
ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেছেন, বাংলাদেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) চিকিৎসার জন্যে আমরা সবধরণের প্রস্তুতি নিয়ে রেখেছি। এই রোগের চিকিৎসার জন্য আপাতত তিনটি হাসপাতালকে প্রস্তুত রেখেছি। তবে অন্যান্য হাসপাতালেও এই রোগের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সেইসঙ্গে আরও কিছু হাসপাতালে শুধুমাত্র করোনাভাইরাসের জন্য বিশেষায়িত চিকিৎসা দেওয়ার বিষয়ে সম্ভাব্যতা যাচাই করছি।
সোমবার (৯ মার্চ) সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ‘কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ২৫০ শয্যার আইসোলেশন কক্ষ স্থাপন করা হয়েছে। সেখানেই মূলত আমরা প্রাধান্য দিচ্ছি যেহেতু আমাদের রোগীর সংখ্যা এখনও কম। এছাড়াও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও সংক্রামক ব্যধি হাসপাতালে প্রাথমিক পর্যায়ে রোগী ভর্তির জন্য প্রস্তুতি রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসের কোনো আলাদা চিকিৎসা আবিষ্কার হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে সবাই চিকিৎসা দিয়ে যাচ্ছে। তারপরেও যেহেতু এটি একটি ভাইরাসজনিত রোগ তাই আমরা করোনাভাইরাসের আলাদা বিশেষায়িত চিকিৎসা দেওয়ার চিন্তা-ভাবনা করছি। এক্ষেত্রে আমরা আরও কিছু হাসপাতালে এই রোগের চিকিৎসা দেওয়ার বিষয়ে সম্ভাব্যতা যাচাই করছি।’
অধ্যাপক ফ্লোরা বলেন, ‘বাংলাদেশে এরই মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে জেলা পর্যায়ে আইসোলেশন ওয়ার্ড ও ব্যবস্থা প্রস্তুত করা হচ্ছে। সেইসঙ্গে সব মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন কক্ষ প্রস্তুত করা হয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন বেসরকারি হাসপাতালেও আইসোলেশন ইউনিট খোলার অনুরোধ জানিয়েছি। তারাও সেই হিসেবে ব্যবস্থা নিচ্ছেন।’
তিনি বলেন, ‘জেলা ও উপজেলা পর্যায়ে যে সকল আইসোলেশন ইউনিট করা হয়েছে তা আমরা নজরদারিতে রাখছি। উনারা আমাদের প্রতিদিন আপডেট দিচ্ছেন, ছবি তুলে পাঠাচ্ছেন। আমরাও তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি।’
এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যকে কোনো গুজব বা আতঙ্ক না ছড়ানোর অনুরোধ করেন। এছাড়া গণমাধ্যমে কোনোরকম ভুল সংবাদ বা কোনো ব্যক্তির সামাজিক জীবন ব্যাহত হতে পারে এমন সংবাদ প্রকাশ না করার আহবানও জানান তিনি।