‘বাংলাদেশের শিক্ষার্থীরা সমৃদ্ধির অগ্রযাত্রায় পিছিয়ে নেই’
১০ মার্চ ২০২০ ০২:২১ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৭:৪১
নারায়ণগঞ্জ: গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক গাজী গোলাম মর্তুজা বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা সমৃদ্ধির অগ্রযাত্রায় পিছিয়ে নেই। লেখাপড়ার পাশাপাশি তারা এখন অনেক ক্ষেত্রেই সফলতার স্বাক্ষর রাখছেন। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, প্রযুক্তিবিষয়ক জ্ঞান অর্জন, দেশ ও জাতি সম্পর্কে সচেতন ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
সোমবার (৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবোর পূবেরগাঁও এলাকায় নুরুল হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজী গোলাম মর্তুজা বলেন, ‘উন্নত জাতি গড়তে শিক্ষার বিকল্প নেই। একটি জাতিকে দ্রুত এগিয়ে নিতে হলে প্রয়োজন সুশিক্ষা। তাই প্রত্যেকের সন্তানকে শিক্ষিত করে তোলার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে জীবন-মানের পরিবর্তন করতে হবে।’
তিনি বলেন, ‘সবকিছুর ভাগ নেওয়া গেলেও লেখাপড়ার ভাগ কেউ নিতে পারবে না। তাই লেখা পড়া শিখে আমাদের উন্নত জাতিতে পরিণত হতে হবে। দেশ এখন শিক্ষার প্রসারে এগিয়ে যাচ্ছে। তাই সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করতে সক্ষম হয়েছে।’
নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রকৌশলী নুরুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাক্তার ক্যাপ্টেন (অব.) আবুল ফাতান, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য এমায়েত হোসেন, ভোলাবো ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক হাসান আসকারী, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান আকন্দ,আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তায়েবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ মাসুম, যুবলীগ নেতা আজিম খন্দকার, নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু মিয়া প্রমুখ।