Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মিডিয়ার মাধ্যমে তৃণমূলে পৌঁছবে মুজিববর্ষের অনুষ্ঠান’


১০ মার্চ ২০২০ ০১:৫৫

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। এতে করোনা ভাইরাসজনিত কারণে সৃষ্ট বিশ্বপরিস্থিতিতে জনসমাগম পরিহার করে জনস্বাস্থ্য ও জনগণের কল্যাণ নিশ্চিত করা যাবে।

জন্মশতবার্ষিকী উদ্বোধন অনুষ্ঠানের কর্মসূচি নতুনভাবে সাজানোর লক্ষ্যে সোমবার (৯ মার্চ) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ৬ষ্ঠ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘পুনর্বিন্যাসকৃত উদ্বোধনী অনুষ্ঠান ভিন্নমাত্রায় ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়াতে প্রচারের বিষয়ে আলোচনা হয়েছে, যাতে জনসমাগম এড়িয়ে সবাই অনুষ্ঠান উপভোগ করতে পারে। এ লক্ষ্যে আসাদুজ্জামান নূর এমপিকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের সূচি সম্বন্ধে প্রস্তাবনা জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর সবাইকে জানানো হবে।’

তিনি আরো বলেন, ‘করোনা ভাইরাসজনিত কারণে সৃষ্ট বিশ্বপরিস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনস্বাস্থ্য ও জনগণের কল্যাণের বিষয় বিবেচনা করে ব্যাপক জনসমাগম পরিহার করে জন্মশতবার্ষিকীর উদ্বোধন করা হবে। জাতীয় প্যারেড স্কয়ারে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না।’

বিজ্ঞাপন

প্রধান সমন্বয়ক প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে বলেন, ‘বঙ্গবন্ধু বলেছেন, আমার জীবনের একমাত্র স্বপ্ন বাংলাদেশের মানুষ যেন অন্ন পায়, বাসস্থান পায়, বস্ত্র পায়। বিষয়টি বিবেচনায় রেখে মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীনদের গৃহ দেওয়া হবে। প্রতিটি মানুষের ঠিকানায় ঘর দেওয়া হবে। এরকম জনকল্যাণমূখী কর্মসূচি পালনের মাধ্যমে মুজিববর্ষ উদযাপিত হবে।’

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, অসীম কুমার উকিল, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠান টপ নিউজ তৃণমূল পৌঁছবে মুজিববর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর