বিদেশ ফেরত আরও ৩ জন আইসোলেশনে ভর্তি
৯ মার্চ ২০২০ ২২:৫২ | আপডেট: ১১ মার্চ ২০২০ ০২:২৮
ঢাকা: শ্বাসকষ্ট ও জ্বর থাকায় বিদেশি থেকে আসা দুইজন পুরুষ ও এক শিশুকে রাজধানীর একটি হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহারিয়ার সাজ্জাদ।
তিনি বলেন, নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ হলো জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা। এই ক্ষেত্রে বিদেশ থেকে আসা দুইজন পুরুষের শ্বাসকষ্ট জনিত সমস্যা আমরা পাই তবে তাদের জ্বর ছিল না। একই সঙ্গে এক শিশুর জ্বর পাই। এই শিশুটি সেই দেশে চিকিৎসাধীন ছিল বলে আমরা তার হেলথ কার্ডে উল্লেখ ছিল দেখতে পাই। তাই তাদের আমরা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য হাসপাতালে পাঠিয়েছি।
উল্লেখ্য, রোববার (৮ মার্চ) তিন ব্যক্তিকে করোনাভাইরাসে আক্রান্ত বলে ঘোষণা করেছিল সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
এর আগে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে সন্দেহভাজন আক্রান্তদের ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য আইসোলেশনে নেওয়া হয়ে থাকে।