Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকাসক্ত মায়ের হাতে শিশুকন্যা খুন


৯ মার্চ ২০২০ ০৬:৪৫

মাগুরা: মাগুরায় এক মাদকাসক্ত মায়ের হাতে চার বছরের শিশুকন্যা খুন হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার আদর্শ কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মাহী (৪) লক্ষী কান্দর গ্রামের মনু মিয়ার মেয়ে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মাহীর মা সুফিয়া খাতুন (৩৫) একজন মাদকসেবী। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। প্রায় ১৫ বছর আগে তার প্রথম স্বামী তালেব মোল্যা তাকে ছেড়ে চলে যাওয়ায় তিনি মানসিকভাবেও অশান্তিতে ভুগতে থাকেন এবং পরবর্তী সময়ে লক্ষীকান্দর গ্রামের মনু মিয়াকে বিয়ে করে নতুন সংসার শুরু করেন। কিন্তু গত কয়েক মাস আগে হঠাৎ করেই তার দ্বিতীয় স্বামী মনু মিয়া তাকে ছেড়ে চলে যান। এ নিয়ে মনু মিয়ার সঙ্গে সুফিয়া খাতুনের বিরোধ চলছিল। এরই জের ধরে শিশুকন্যা মাহীকে শ্বাস রোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে মাহীর মা সুফিয়া খাতুন দাবি করেছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মেয়ের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি সাইফুল ইসলাম।

মাগুরা মায়ের হাতে শিশুকন্যা খুন