মুন্সীগঞ্জে ৩ একর জমিতে পপি চাষ!
৯ মার্চ ২০২০ ০৬:২২ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৭:৪৭
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় তিন একর জায়গা জুড়ে করা হয়েছিল পপি বা আফিমের চাষ। বাংলাবাজার ইউনিয়নের চর-বানিয়াল এলাকায় বিরাট এলাকাজুড়ে ফুটে ছিল দৃষ্টিনন্দন তবে নিষিদ্ধ এই পপি ফুল।
গোপনে চাষ শুরু হলেও তা আর গোপন থাকেনি। খবর যায় জেলা প্রশাসনের কাছে। আর সেই খবরের ভিত্তিতে রোববার (৮ মার্চ) দুপুরে ওই পপি ক্ষেতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অবশ্য অভিযানের আগেই সটকে পড়েন জমির মালিক। তাকে না পেয়ে আলামত হিসেবে পপি গাছ জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ-উল-সাবেরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
শেখ মেজবাহ-উল-সাবেরিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা চর-বানিয়ালে যাই। সেখানে বিস্তীর্ণ এলাকায় পপি চাষ হয়েছে। কিন্তু ক্ষেতের কোনো মালিককে পাওয়া যায়নি এবং ফসল আগেই কেউ নষ্ট করে দিয়েছে। সেগুলো আর ব্যবহার উপযোগী নেই। আলামত হিসেবে আমরা কিছু পপি গাছ জব্দ করেছি। জব্দ করা পপি গাছ পরীক্ষার জন্য কৃষি অধিদফতরে পাঠানো হবে।’
যেহেতু পাঁচ কেজির বেশি পরিমাণে পপি রয়েছে তাই এটি এখন আর ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ারে নেই বলে জানান সহকারী কমিশনার। তিনি বলেন, এ বিষয়ে এখন পুলিশ নিয়মিত মামলা করবে।
পপি ক্ষেতের মালিক কে তা জানতে চাইলে বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন পীর বলেন, খুরশেদ ও মিজান নামে দুই ব্যক্তি এই পপি ক্ষেতের মালিক। তারা শুধু পপি চাষই নয়, এলাকায় বিভিন্ন খারাপ কাজের সঙ্গে জড়িত। তাই দ্রুত তাদের গ্রেফতার করে বিচারের দাবি জানান তিনি।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি। পপি চাষের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সাপেক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশ মামলাও করবে।’