করোনায় ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৬৬
৯ মার্চ ২০২০ ০৬:২৫ | আপডেট: ৯ মার্চ ২০২০ ০৬:২৯
ইতালি: ইউরোপের দেশ ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় ক্রমেই বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৩২ জন। আর মৃত্যু হয়েছে ১৩৩ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৩৭৫ এবং মৃত্যুর সংখ্যা ৩৩৬ জন।
রোববার (৮ মার্চ) সন্ধ্যায় দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। এদিকে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৬২২ জন। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের ধারণা, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়বে।
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ার কারণে ইতালির লোম্বারদিয়া অঞ্চলের ১৪টি প্রদেশকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার (৮ মার্চ) সন্ধ্যা থেকে লোম্বারদিয়া অঞ্চলের বিভিন্ন শহরের প্রায় ১ কোটি ৬০ লাখ নাগরিককে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এর আগে ইতালি সরকার করোনাভাইরাসের সংক্রমণ রোধে বেশকিছু কঠোর পদক্ষেপ নেয়। তখন বলা হয়, মার্চের মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকবে সবগুলো স্কুল ও বিশ্ববিদ্যালয়। ওই সময় পুরো ইতালি জুড়ে ইভেন্ট বা খেলা, যা ভিড় তৈরি করে। এই ইভেন্টগুলো এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে দেশটির নাগরিকদের। যতটুকু সম্ভব আলিঙ্গন, হ্যান্ডশেক এবং চুম্বন এড়িয়ে চলতে বলা হয়েছে।
এদিকে ৬৫ বছরের বেশি বয়সীদের বাসায় থাকার এবং বেশি বয়সী বা যারা অসুস্থ, তাদের ভিড়ে মধ্যে না যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ইতালির বিভিন্ন শহরে প্রায় ২ লাখ বাংলাদেশি বসবাস করে। কিন্তু দেশটিতে এখন পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশির এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি।