সোয়া ৪ কোটি টাকা আত্মসাৎ, ইউসিবিএল ব্যাংকের ২ কর্মকর্তা কারাগারে
৮ মার্চ ২০২০ ২৩:০৫ | আপডেট: ৯ মার্চ ২০২০ ০০:৪৯
যশোর: বন্ধকি সম্পত্তির মালিকের সই জাল করে ঋণের পরিমাণ বাড়িয়ে সোয়া চার কোটি টাকা আত্মসাতের মামলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউবিসিএল) দুই কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (৮ মার্চ) বিকেলে যশোরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিকের আদালতে দুই আসামি ব্যাংকার আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন— ইউসিবিএল ব্যাংক যশোর শাখার সাবেক ম্যানেজার ইউসুফ আলী ও খুলনা শাখার বর্তমান অপারেশন ম্যানেজার স্বপন কুমার আইচ।
দুদকের আইনজীবী আশরাফুল আলম বিপ্লব জানান, যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা আসাদুজ্জামান বাবু তার প্রতিষ্ঠানের নামে ইউসিবিএল ব্যাংক থেকে ২০০৯ সালের ১৮ মে ১ কোটি ৪৫ লাখ টাকার ঋণ নেন। এর জন্য তিনি তার ব্যবসায়িক বন্ধু মামলার বাদী এম এ তুহিন ও তার দুই ভাইয়ের নামে থাকা ৫৫ দশমিক ৩২ শতক জমি বন্ধক রাখেন। ছয় মাসের মধ্যে ঋণ পরিশোধ করে সম্পত্তি দায়মুক্ত করতে চুক্তিও করা হয়। কিন্তু আসাদুজ্জামান বাবু ঋণ পরিশোধ না করে ব্যাংক ম্যানেজার ইউসুফ আলী ও ক্রেডিট ইনচার্জ স্বপন কুমার আইচের সহায়তায় বন্ধকি সম্পত্তির মালিকদের সই জাল করে তিনটি ‘ডিড অব এগ্রিমেন্ট অফ ফারদার চার্জ’ সম্পাদন করে ঋণের পরিমাণ ১ কোটি ৪৫ লাখ টাকা থেকে ৪ কোটি ২৫ লাখ টাকায় উন্নীত করেন এবং ঋণের এই পুরো টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
আইনজীবী আশরাফুল বিপ্লব জানান, পরে ঋণ পরিশোধের জন্য বন্ধকি সম্পত্তির মালিকদের কাছে ব্যাংক চিঠি পাঠালে তারা টাকা আত্মসাতের বিষয়টি জানতে পারেন। এরপর এম এ তুহিন বাদী হয়ে আসাদুজ্জামান বাবুসহ ব্যাংক কর্মকর্তাদের নামে ২০১৮ সালের অক্টোবরে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে দুদক।
দুদকের এই আইনজীবী আরও জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর মামলার আসামি ইউসিবিএল ব্যাংকের কর্মকর্তা ইউসুফ আলী ও স্বপন কুমার আইচ আজ (রোববার) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ মামলার চারটি ধারা অজামিনযোগ্য বলেও জানান এই আইনজীবী।
ইউসিবিএল দুই ব্যাংক কর্মকর্তা ব্যাংক কর্মকর্তা কারাগারে সোয়া ৪ কোটি টাকা আত্মসাৎ