মাশরাফিকে নিয়ে সাকিবের স্মৃতিচারণ
৮ মার্চ ২০২০ ২১:২৪ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৭:৫৪
সাকিব আল হাসান যখন ক্রিকেট শুরু করেন মাশরাফি বিন মোর্ত্তজা তখন দেশের মস্ত বড় তারকা। কোনো এক ক্যাম্পেইনে সাকিবকে মনে ধরেছিল মাশরাফির। ‘এই ছেলে ভালো করবে’ এমন সার্টিফিকেট দিয়েছিলেন। পরে ক্রিকেটীয় সাফল্যে মাশরাফিকে ছাড়িয়ে অনেকদূর গেছেন সাকিব। একই এলাকার বা পূর্ব পরিচিত বলেই কিনা সাকিবের প্রতি বরবারই বাড়তি স্নেহ লক্ষ করা গেছে মাশরাফির। অনেকবার বলেছেন, সাকিব আমার ছোট ভাইয়ের মতো। সেই ভাইকে বিদায় বেলায় পাশে পাননি মাশরাফি।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব ছেড়েছেন মাশরাফি। নিষেধাজ্ঞার কারণে এই সিরিজটা খেলতে পারেননি সাকিব। ‘বড় ভাইয়ের’ বিদায় বেলায় পাশে থাকতে পারেননি। তবে মাশরাফির বিদায় ঠিকই ছুঁয়ে গেছে সাকিবকে।
সম্প্রতি লন্ডনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাকিব। সেখানে বসেই স্মৃতিচারণ করলেন। সাকিব বলেন, ‘আমার ক্রিকেট ক্যারিয়ারের ১৩ বছর আর এর আগে পাঁচ বছর, মোট ১৮ বছর ধরে আমি ওনাকে চিনি। এটা পরিবারের মতোই অনেক সময় চলে যায়। যেহেতু উনি অধিনায়কত্ব ছেড়েছেন, এখনো উনার সময় আছে। আশা করছি, আমরা বেশ কিছুদিন একসঙ্গে খেলতে পারবো।’
সাকিব বলেন, ‘উনি আমাদের ক্যাম্পে এসে অনুশীলন করতেন। ওই সময় থেকেই ওনার সঙ্গে পরিচয়। আমার ক্রিকেটের শুরু থেকেই ওনার সঙ্গে পরিচয়। এরপর যখন অভিষেক হয়েছে, বিশেষ করে ২০১১-১২ সাল পর্যন্ত আমরা একসঙ্গেই থাকতাম। বিয়ের পর স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা আসে, যার কারণে রুমে আর বেশিক্ষণ একসঙ্গে থাকা যায় না। উনার পরিবার থাকতো, আমারও থাকতো। এর আগ পর্যন্ত আমরা অনেক বেশি কাছাকাছি থাকতাম। খাওয়া থেকে শুরু করে সব হতো। এগুলো ক্রিকেটের বাইরে।’
সাকিব বলেছেন, ‘মাশরাফিকে অনেক বেশিই মিস করবেন তিনি, ‘ক্রিকেট মাঠে ভালো খারাপ মিলিয়ে অনেক স্মৃতি আছে। এগুলো চিন্তার বাইরে। আমরা তাকে অনেক মিস করব। আমার দিক থেকে তো অনেক বেশি। যেহেতু এতদিনের একজন সঙ্গী, তাকে যখন আপনি হারাবেন অনেক মিস করাটা স্বাভাবিক। উনার এখনো অনেক দায়িত্ব আছে। আমি আশা করব উনার দায়িত্ব উনি খেলার মাঠে যেভাবে পালন করতেন, এর বাইরেও সেভাবে পালন করবেন।’