১০০ টাকায় বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি ম্যাচ
৮ মার্চ ২০২০ ২১:০৩ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৭:৫৫
টাইগার প্রেমীদের জন্য সুখবর। মাত্র একশ টাকার বিনিময়ে গ্যালারিতে বসে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়ন্টি সিরিজের উত্তাপ নিতে নিতে পারবেন।
এটিই এই সিরিজের সবচাইতে কম মূল্যের টিকিট। আর সবচে বেশি মূল্য নির্ধারণ করা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটির। এখানে বসে ম্যাচের উত্তাপ নিতে আপনাকে ব্যয় করতে হবে ১ হাজার টাকা।
সোমবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে; ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১ হাজার টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫শ, ক্লাব হাউজ ৩শ, উত্তর ও দক্ষিণ দিকের গ্যালারি ১৫০ এবং পূর্বদিকের গ্যালারির টিকিটের দাম একশ টাকা।
আগামি ৯ মার্চ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬’টায় গড়াবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির প্রথমটি। একই ভেন্যুতে একই সময় দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ মার্চ।