‘নারীদের পাশে আর কেউ থাকুক না থাকুক, প্রধানমন্ত্রী আছেন’
৮ মার্চ ২০২০ ২০:৫৩ | আপডেট: ৮ মার্চ ২০২০ ২০:৫৪
ঢাকা: শত প্রতিকূলতা উপেক্ষা করে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘এগিয়ে যাওয়ার লড়াইয়ে নারীদের পাশে আর কেউ থাকুক না থাকুক একজন আছেন, থাকবেন। তিনি হলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
রোববার (৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব নারী দিবস উপলক্ষে বিশেষ নারী সম্মাননা-২০২০ অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
টিপু মুনশি বলেন, ‘নারীদের যদি সমান অধিকার পেতে হয়, যদি সমান ভাবে চলতে চায় তবে অগ্নিশিখার মতো জ্বলে উঠতে হবে। এতে পুরুষরা যত কথাই বলুক জায়গাটা নিজেদের করে নিতে হবে। আজকে বাংলাদেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক কিছু হয়েছে।তবে পথ এখনও অনেক বাকি। একটা সময় আমেরিকাতেও নারীদের ভোটাধিকার ছিল না। এখন কিন্তু সেটি নেই। তাই নারীদেরকে এগিয়ে আসতে হবে নিজেদের অধিকার নিজেরা আদায় করে নিতে।’
পুরুষদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আজ থেকে সব পুরুষ যদি মানসিকতায় দৃঢ়ভাবে স্থাপন করতে পারেন যে, নারী-পুরুষ উভয় সমান। তবে পুরুষ-নারী কোনভাবে দুর্বল থাকবে না। সবাই সমানতালে দেশকে এগিয়ে নিতে পারবে। গড়ে উঠবে একটি উন্নত বাংলাদেশ। ’
স্টার প্লাস কমিউনিকেশনের উপদেষ্টা ব্যারিস্টার সাবিনা ইয়াসমিন ইব্রাহিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ আলহেরি, ওমান অ্যাম্বাসিডর হেড সব মিশন তায়িব সালিম আব্দুল্লাহ আল আওয়ালি, স্টার প্লাস কমিউনিকেশনের পরিচালক নাজমুল খান প্রমুখ।
অনুষ্ঠানে অভিনয়ে শিল্পে বিশেষ অবদানের জন্য ফরিদা আক্তার ববিতা, সংগীত শিল্পে বিশেষ অবদানের জন্য সাবিনা ইয়াসমিন, সমাজসেবায় প্রীতি চক্রবর্তী, বীমা শিল্পে ফারজানা চৌধুরী, বৈমানিক ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদ, নৃত্য শিল্পে মুনমুন আহমেদ ও সংবাদ পাঠে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ টেলিভিশনের সংবাদ পাঠিকা নিশাত মুনির লিজাসহ পাঁচজনকে বিশেষ নারী সম্মাননা দেওয়া হয়েছে।