Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে নারীরা ক্ষতিগ্রস্ত হবে: তাজুল ইসলাম


৮ মার্চ ২০২০ ২০:০০

ঢাকা: আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে নারীরা আরও ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। রোববার (৮ মার্চ) বিকেলে ঢাকা ওয়াসা ভবনে আয়োজিত নারী দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘সমাজের মধ্যে ন্যায়বোধ প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন কায়েম করতে হবে। নারীরা যখন বিপদগ্রস্ত হয় তখন সঙ্গত কারণেই আইনপ্রয়োগকারী সংস্থার কাছে। অথবা সমাজের যেসব ব্যবস্থাগ্রহণকারী প্রতিষ্ঠান রয়েছে তাদের কাছে। তাই এসমস্ত প্রতিষ্ঠান যদি ন্যায় প্রতিষ্ঠার ওপর প্রতিষ্ঠিত না হয় সঙ্গত কারণেই নারীরা আরও ক্ষতিগ্রস্ত হবে। তাই নারীদের যদি সত্যিকার অর্থে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে এই বিষয়গুলোর ওপর গুরুত্ব দিতে হবে।’

বিজ্ঞাপন

নারী ও পুরুষের সম্মলিত প্রচেষ্টা ছাড়া কোন দেশ, সমাজ, পরিবার বা রাষ্ট্র কোনটাই তার লক্ষ্যে পৌঁছাতে পারে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছেন নারীদের এগিয়ে আসার জন্য। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের শিক্ষা, জ্ঞান, চাকরি সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। যার কারণে নারীরা অনেক বড় বড় পড়ে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছে। একই সাথে বাংলাদেশের আজকের এই উন্নয়নের বড় অবদান হলো নারীদের ক্ষমতায়ন করা। ’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজীজ বলেন, ‘বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সেটা প্রধানমন্ত্রীর হাত ধরে বাস্তবায়ন হচ্ছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমাদের এসডিজি লাগতো না। বিশ্বের অনেক দেশের চেয়ে আমাদের নারীরা অনেক ক্ষেত্রে এগিয়ে আছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রথম নারীদের চ্যালেঞ্জ পদে পদায়ন করেন। নারীদেরও দায়বদ্ধতা আছে। তাই যোগ্যতা ও ব্যক্তিত্ব দিয়ে নারীদের সেটা ধরে রাখতে হবে।’

বিজ্ঞাপন

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘২০৪১ সালে আর নারী দিবস পালন করতে হবে না, তখন সব ক্ষেত্রে নারীরা চলে আসবে। এখন সব জায়গায় নারীদের অংশগ্রহণ রয়েছে। বাংলাদেশে অচিরেই নারী জাগরণের বিপ্লব ঘটবে।’

ঢাকা ওয়াসার এমডি প্রকৌশলী তাকসিম এ রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ঢাকা ওয়াসার চেয়ারম্যান ড. এম এ রশিদ সরকার, এভারেস্টবিজয়ী নিশাত মজুমদারসহ অন্যরা।

আইনের শাসন ক্ষতিগ্রস্ত নারী দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর